উই হ্যাভ নো টাইম টু রেস্ট: এরশাদ
দলের নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, মানুষ আমাকে ভোলেনি। দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা পরিবর্তন চায়। জাগরণের সৃষ্টি হচ্ছে। সো উই হ্যাভ নো টাইম টু রেস্ট।
গণতন্ত্রের স্বপ্ন ছিল, কিন্তু দুই দলের শাসনে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। গণতন্ত্র মানে জনগণের শাসন। কিন্তু দেশে এখন একদলীয় শাসন চলছে।
বরিবার রাজধানীর বনানীতে জাতীয় শ্রমিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ সব কথা বলেন।
আগামী নির্বাচনে দলকে দ্রুত গোছানোর তাগিদ দিয়ে সাবেক সেনা শাসক এরশাদ বলেন, আমাদের সময় কম। আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। তোমরাও বসে থেক না। প্রতিটি মিনিট আমাদের জন্য মূল্যবান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী এবং এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়।