শেষ হয়েছে সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা হরতাল

hortal_inner2_940470380মহানবী হযরত মোহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলীগ জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘সম্মিলিত ইসলামি দলসমূহের’ ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ধর্মদ্রোহী-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস ও লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহ এ হরতালের ডাক দেয়।

হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সবদিক বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হরতালের নামে নাশকতা রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend