‘২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ছিল চরম মানবতাবিরোধী অপরাধ’

manjurul islam_55762২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, আজকে যারা মানবতাবিরোধী অপরাধের বিচার করছে ২০০৬ সালের ২৮ অক্টোবরে তারাই জামায়াত-শিবিরের নিরপরাধ নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করে ইতিহাসের চরম মানবতাবিরোধী অপরাধ করেছিল।

সোমবার সকালে রাজধানীর আদাবরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা হাসান নোমান, আজিজুল হক, আরিফ, ফারুক হোসাইন, দেলোয়ার হোসাইন, ও রফিকুল ইসলাম প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম বলেন, পল্টনের বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও সরকার খুনীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, সেদিন থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাকে হত্যা করা হয়েছিল যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

এদিকে ২৮ অক্টোবরের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার সকালে রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend