লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
লক্ষ্মীপুরে স্বামী সফিক উল্যার সঙ্গে অভিমান করে শিল্পী আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার সকাল সাড়ে ৮ টায় পৌরসভার লামচরী এলাকায় ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে সদর থানা পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে স্বামী সফিক উল্যাকে স্ত্রী শিল্পী মারধর করে আহত করে। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় সফিক উল্যাকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রাতেই ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী শিল্পী। পরে সোমবার সকালে বাড়ির লোকজন স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।