বগুড়ায় যাত্রানুষ্ঠানে হামলায় আহত কিশোরের মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রানুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় আহত কিশোর মাসুদ (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। মাসুদ সারিয়াকান্দি পৌর এলাকার গুটলু সরকারের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে সারিয়াকান্দি উপজেলার পাইকপাড়া সামাজিক উন্নয়ন ক্লাব পাইকপাড়া গ্রামে যাত্রানুষ্ঠানের আয়োজন করে। যাত্রানুষ্ঠান চলাকালে কে বা কারা মাসুদের শরীরে গরম পানি ছিটিয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে মাসুদসহ আরো ৬ জন আহত হয়।
লোকজন আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মাসুদের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মাসুদ মারা যায়।
অন্য আহতরা হলো- সারিয়াকান্দি পৌর এলাকার মুনজিল মিয়ার ছেলে হিটলার ও রাসেল, আলতাব হোসেনের ছেলে সামস, আকবর আলীর ছেলে রব্বানি, আজিজার রহমানের ছেলে হৃদয় হাসান ও ইজের মোল্লার ছেলে মেহেদি হাসান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওয়াহেদুজ্জামান জানান, আয়োজক কমিটির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। মাসুদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।