সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে চোরাকারবারির মৃত্যু
শিয়াল মারার জন্য পোল্ট্রি ফার্মের পাশে টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে এক চোরাকারবারির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার সাতানি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত আব্দুল মালেক (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইমান আলীর ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউপি চেয়ারম্যান নাছিমুল হক খোকা জানান, সদর উপজেলার সাতানী গ্রামের আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে সাতানি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে ব্রয়লার মুরগীর চাষ করে আসছেন। শিয়ালের হাত থেকে রাতে ফার্ম বাঁচাতে তিনি পার্শ্ববর্তী এলাকায় বৈদ্যুতিক তার টানিয়ে রাখেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে আব্দুল মালেক নামের একব্যক্তি ওই ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে পুলিশ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আব্দুল মালেক একজন চোরাকারবারি বলে তিনি লোকমুখে শুনেছেন।