সরিষাবাড়ী উপজেলা আ’লীগের কাউন্সিল ছানোয়ার হোসেন বাদশা সভাপতি, হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক
জেলার সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার ২য় অধিবেশনে সন্ধ্যা ৭টা থেকে উপজেলা আ’লীগ কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলররা ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি এবং অধ্যাপক হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছরের জন্য নির্বাচিত করেন। জানা যায়, কাউন্সিলরদের ২০৪ ভোট এবং জেলা আ’লীগ মনোনীত ভিআইপি ১৫ ভোটের মধ্যে ছানোয়ার হোসেন বাদশা (আনারস মার্কা নিয়ে) প্রতিন্দ্বন্দ্বীতা করে ৬৩ ভোট বেশি পেয়ে অপর সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে (ছাতা মার্কা) পরাজিত করেন। অন্যদিকে অধ্যাপক হারুন-অর-রশিদ (দোয়াত-কলম মার্কা) নিয়ে প্রতিন্দ্বন্দ্বীতা করে ৭ ভোট বেশি পেয়ে অপর প্রার্থী ডাঃ মুরাদ হাসানকে (মাছা মার্কা) পরাজিত করেন। রাত ১০টার দিকে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ছানোয়ার হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক হারুন-অর-রশিদের নাম ঘোষণা করেন। পরে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী ৪ প্রার্থীই নির্বাচন চাপমুক্ত ও নিরপেক্ষ হয়েছে বলে সমবেত সুধী, কর্মী-সমর্থক এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সে সময় বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আ’লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সরিষাবাড়ী উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হলো। তিনি আরো বলেন, বাংলাদেশ আ’লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করে থাকে। বাংলাদেশ আ’লীগের গণতান্ত্রিক এ ধারা অব্যাহত থাকবে বলে বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।