১০ এর অধিক সন্তান হলেই পুরষ্কার!
ভারতের উত্তর প্রদেশে অন্যান্য সম্প্রদায়ের প্রভাব খর্ব করতে এক পুরষ্কারের ঘোষণা দিয়েছে বিজেপির সহযোগী দল শিবসেনা। শিবসেনা ঘোষনা দিয়েছে উত্তর প্রদেশের কোনো হিন্দু পরিবারে ১০টার বেশি বাচ্চা থাকলে সেই পরিবারকে নগদ ২১ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। শিবসেনার রাজ্য সভাপতি অনিল সিং একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জেলায় জেলায় এমন পরিবার চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ১০ জনের বেশি বাচ্চা রয়েছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে দলের পক্ষ থেকে ওই সমস্ত পরিবারকে নগদ টাকা এবং সার্টিফিকেট দেওয়া হবে। কেন এই নগদ দেওয়া হচ্ছে, সে ব্যাপারে ওই সার্টিফিকেটে লেখা থাকবে, দেশের স্বার্থে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর জন্য। এমনকি হিন্দুদের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিরোধিতায় দলের পক্ষ থেকে ১ নভেম্বর থেকে আন্দোলন শুরু হবে। আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সরকারি মেডিক্যাল হেলথ সেন্টারগুলিতে কিছুক্ষণের জন্য তালা ঝোলানো হবে।শিবসেনার রাজ্য সভাপতি অনিল সিং জানিয়েছেন, আমরা হিন্দুদের কাছে আপিল করব, তাদের জনসংখ্যা বাড়ানো এখন সময়ের দাবি। এমন না করলে দেশে আমরা নগণ্য হয়ে যাব। সাত বছর আগেও এমন কর্মসূচি নিয়েছিল শিবসেনা। তখন লক্ষ্ণৌর যে হিন্দু পরিবারে ১০টার বেশি বাচ্চা রয়েছে, তাদের প্রত্যেককে ১১ হাজার টাকা দেওয়া হয়েছিল। সে সময় প্রায় ১২০টি পরিবার টাকা পেয়েছিল।