শেরপুরে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরন জেলা

Sherpur-Pic-11-300x246সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শেরপুরে অনগ্রসর, অবহেলিত ও পিছিয়ে থাকা দলিত-হরিজন ও বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে দলিত-হরিজন ও বেদে জনগোষ্ঠির ৫০ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

জেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, চেম্বার সহ-সভাপতি প্রকাশ দত্ত, এনজিও প্রতিনিধি নূর মোহাম্মদ, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, এ কম্পিউটার প্রশিক্ষণের মাধমে দলিত-হরিজন ও বেদে জনগোষ্ঠির লোকজনের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি পাবে এবং আয়বর্দ্ধন মুলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে সমাজের মুলস্্েরাতে ফিরে আসতে পারবে। এতে তাদের আর্থ-সমাজিক উন্নয়ন ঘটার পাশাপাশি সামাজিক মর্যাদা বাড়বে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend