রায় নিজেদের বিরুদ্ধে গেলেই হরতাল দেবে জামায়াত

Nizamiআগামীকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির মতিউর রহমান নিজামীর রায় দেবে ট্রাইব্যুনাল। এ রায় জামায়াতের বিপক্ষে গেলে হরতালের মত কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে রেখেছে জামায়াতে ইসলামী।

এর আগে জামায়াতের শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের দিন হরতাল দিলেও মতিউর রহমান নিজামীর রায়ের আগ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। তবে রায় বিপক্ষে গেলে বৃহস্পতিবারই এক দিনের হরতাল দিতে পারে দলটি। সেক্ষেত্রে খালেদা জিয়ার জনসভা উপলক্ষে নাটোর এবং এর আশপাশের কয়েকটি জেলা হরতালের আওতামুক্ত রাখা হতে পারে।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দলের আমীর মতিউর রহমান নিজামীর রায় বিপক্ষে গেলে বৃহস্পতিবার তো বটেই, রোববার থেকে টানা কয়েক দিনের কর্মসূচি দিতে পারে জামায়াত। আর কর্মসূচির ক্ষেত্রে হরতালই তাদের প্রথম পছন্দ। তবে মাঝের দুই দিন শুক্র ও শনিবার দেশব্যাপী দোয়া দিবস পালনের বিষয়টিও ভেবে রেখেছে জামায়াত। যদিও যে কোনো কর্মসূচি দেওয়ার আগে জোট শরিক বিশেষ করে বিএনপির সঙ্গে পরামর্শ করে নিতে চায় তারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend