নিজামীর রায়: শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ
বুধবার সকাল ১০টা শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ। মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে তার সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে গণজাগরণ মঞ্চের এই অবস্থান কর্মসূচী।
আজ মঙ্গলবার শাহবাগে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে বুধবার।
সংবাদ সম্মেলন ইমরান বলেন, রায় ঘোষণা না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। রায় ঘোষণার পর তার বিভিন্ন দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, নিজামীর যে অপরাধ তার মৃত্যুদণ্ডই হতে পারে সর্বনিম্ন শাস্তি। গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের অভিযোগগুলোর জন্য তার মুত্যদণ্ডের প্রত্যাশা করছি।
ইমরান বলেন, যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু সাজা কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় রিভিউ আপিল, যুদ্ধাপরাধীদের বিচারের রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ এবং যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হবে এ জাগরণ যাত্রা। দুই দফায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাগরণ যাত্রা করবে গণজাগরণ মঞ্চ। প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৮টায় শাহবাগ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু হবে। পথিমধ্যে বিভিন্ন জেলায় সমাবেশ হবে।