কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে নিজামীকে

OVknwমানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগের দিন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিজামী কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মিলিগিরি ভবনে ফাঁসির সেলে বন্দি ছিলেন। সেখান থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, বুধবার (২৯ অক্টোবর) মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচাপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে চলমান ১৫টি অভিযোগের মামলায় রায় ঘোষণা করবেন।

২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের ২৪ জুন এই মামলার রায় ঘোষণার তারিখ থাকলেও অসুস্থতার কারণে রায় ঘোষণা স্থগিত হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend