ফেসবুকের ব্যয় ৪১ শতাংশ বেড়ে গেছে

Facebook_0ফেসবুকের চিফ ফিনান্সিয়াল অফিসার ডেভ ওয়েহনার বলেছেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের ব্যয় ৪১ শতাংশ বেড়ে গেছে। এতে খরচ বাড়ার পাশাপাশি আয় কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ব্যয় আগামীতে আরও বাড়তে পারে বলে জানান ডেভ ওয়েহনার।

এদিকে এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকের শেয়ারের দাম ১০ শতাংশ পড়ে যায়।

মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট মেকার ওকুলাস রিফটকে অধিগ্রহণই সর্বশেষ প্রান্তিকে ফেসবুকের ‍ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী বছর আরও বর্ধিত বিনিয়োগ পরিকল্পনার কারণে ফেসবুকের ব্যয় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফেসবুকের কর্তারা।

চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে ফেসবুকের রাজস্ব আয় হয়েছে ৩২০ কোটি ডলার। এর মধে তারা লাভ করেছে ৮০৬ মিলিয়ন ডলার। যা ২০১৩ সালের একই সময়ের তুলনায় ৯০ শতাংশ বেশি। অবশ্য চতুর্থ প্রান্তিকে এই আয় প্রবৃদ্ধির গতি শ্লথ হতে পারে বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের অধিকাংশ রাজস্ব আসছে এর বিজ্ঞাপনের ব্যবসা থেকে। মূলত ফেসবুকের মোবাইল বিজ্ঞাপনের রাজস্ব বৃদ্ধির প্রভাবে ফেসবুকের বিজ্ঞাপনের আয় বেড়েছে। বর্তমানে ফেসবুকের মোট রাজস্বের ৬৬ শতাংশ আসে মোবাইল বিজ্ঞাপনের রাজস্ব থেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend