ঈশ্বর কোনো জাদুদণ্ডওয়ালা জাদুকর নন: পোপ ফ্রান্সিস
বিগব্যাঙ তত্ত্বকে সঠিক ঘোষণা করে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বর কোনো ‘জাদুদণ্ডওয়ালা জাদুকর নন’।
রহস্যের সমাধান বরং বিগব্যাঙ থিওরি ও বিবর্তনবাদেই রয়েছে।
ভ্যাটিকেনের পন্টিফিক্যাল একাডেমি অব সায়েন্সেসের এক সভায় গত সোমবার তিনি বলেন, বিশ্ব সৃষ্টির পেছনে মূল কারণ অবশ্যই বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা। কিন্তু আমরা যখন সৃষ্টি সম্পর্কে জেনেসিস (বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম কাণ্ডে বর্ণিত পৃথিবী-সৃজনের উপাখ্যান) পড়তে যাই, তখন আমাদের কল্পনায় সৃষ্টিকর্তাকে মনে হয়- তিনি একবজন জাদুদণ্ডওয়ালা জাদুকর, যিনি সবকিছু করতে পারেন। কিন্তু আসলে তা নয়।
পোপ বলেন, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এবং আন্তঃআইনের মাধ্যমে তিনি এই প্রজাতির প্রত্যেককেই নিজ উদ্যোগী উন্নতি করার সুযোগ দিয়েছেন, যাতে তারা সম্পূর্ণতা পায়। বর্তমান বিগব্যাঙ তত্ত্ব ঈশ্বরকে প্রশ্নবিদ্ধ করে না।
পোপ জানান, বিগব্যাঙ পৃথিবী সৃষ্টিতে ঈশ্বরকে অস্বীকার করে না, বরং তার উপযোগিতা সম্পর্কে সম্মত হয়। প্রাকৃতিক বিবর্তনের সঙ্গে সৃষ্টির কোনো সংঘাত নেই, কারণ বিবর্তনের জন্য সৃষ্টি জরুরি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস