রায় শুনে শর্মা খেলেন নিজামী
রায় ঘোষণার পরপরই ট্রাইব্যুনালের হাজতখানায় থাকা জামায়াতের আমির মতিউর রহমান নিজামী শর্মা খেয়েছেন। এরপরই তিনি পাকা পেঁপে, কমলা এবং বাড়ি থেকে রান্না করে আনা খিচুড়ি খান। কয়েক চামচ খিচুড়ি খাওয়ার পর মাম ব্র্যান্ডের পানি পান করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের হাজতখানায় নিজামীকে রাখা হয়। সেখানে ১২টা ৩৫ মিনিটে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন সাক্ষাৎ করেন। সাক্ষাতের নির্ধারিত সময় শেষে তাজুল ইসলাম আলিঙ্গন করে বের হয়ে আসেন। এরপর নাজিব মোমেন নিজামীর জন্য নিয়ে যাওয়া খাবার খুলে দেন। এ সময় নিজামী অন্যান্য খাবারের মধ্য থেকে শর্মা নিয়ে খাওয়া শুরু করেন। এরপর তিনি পাকা পেঁপে, কমলা এবং বাড়ি থেকে রান্না করে আনা খিচুড়ি খান। কয়েক চামচ খিচুড়ি খাওয়ার পর মাম ব্র্যান্ডের পানি পান করেন তিনি।