প্রতিক্রিয়া দেয়নি বিএনপি

51d573c1d6614-Mirza-Fokrul-alomgirইতোপূর্বে ঘোষিত ৯টি মামলার মতোই এবারও কোন প্রতিক্রিয়া দেয়নি জামায়াতে ইসলামীর জোট সঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আলবদর প্রধান মতিউর রহমানের ফাঁসির রায় নিয়ে বরাবরের মতোই চুপচাপ রয়েছে দলটি। আজ বুধবার দুপুরে রায়ের পর জাতীয় প্রেস ক্লাবের ভাসানী স্মৃতি সংসদের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের পর সাংবাদিকরা তার কাছে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করেই চলে যান। একই অনুষ্ঠানের দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুও ছিলেন। তারাও এ বিষয়ে মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।
প্রসঙ্গত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে মুক্তিযুদ্ধকালে বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে বুদ্ধিজীবী হত্যার নীরনকশা বাস্তবায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার ফাঁসির আদেশ দেয়। তার বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হয়েছে। এর মধ্যে ৪টিতে ফাঁসি এবং ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এ পর্যন্ত যুদ্ধাপরাধের মোট ৯টি মামলার রায় ঘোষণা করা হলেও এর কোনোটিতে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিএনপির।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend