শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ২৯ অক্টোবর বুধবার শেরপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি’-এ শ্লোগানে ব্র্যাকের ওয়াশ কর্মসূচীর সহায়তায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন সকালে কালেক্টরেট চত্বরে র্যালির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্ম্দ আনোয়ার ইউসুফ, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এতে সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।