বগুড়ায় বিক্ষোভ করেছে জামায়াত-শিবির কর্মীরা, পুলিশের গুলি
হরতালের সমর্থনে বগুড়ায় বিক্ষোভ করেছে জামায়াত-শিবির কর্মীরা। বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তাঁরা।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ ঘটনা ঘটে।
এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে নারীসহ ৩ পথচারী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ।
শহরের গোহাইল রোড থেকে মিছিলটি বের করে সাতমাথা এলাকায় টায়ার জ্বেলে বিক্ষোভ করে তারা। এসময় পুলিশকে লক্ষ্য করে কমপক্ষে ৭/৮টি ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়েছে। কেউ আহত হওয়ার খবর পাইনি। তবে বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।