এমপির নেতৃত্বে আনন্দ মিছিল;সীতাকুণ্ডে জামায়াতের মিছিলে পুলিশের গুলি, আহত ৬
সীতাকুণ্ডে জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামাত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ ঘটনায় জামাত-শিবিরের ৬ কর্মী আহত হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টায় বাড়বকুণ্ড বাজারে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই কামাল উদ্দিন জামাত-শিবিরের মিছিলে গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করে বলেন, জায়গা-জমির বিরুদের জেদ ধরে কিছু লোক রাস্তায় উঠার চেষ্টা করলে তাদের ধাওয়া দেয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে তিনি জানান।
অপরদিকে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ায় এমপি দিদারুল আলমের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। দুপুর ২টায় সীতাকুণ্ড পৌরসদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, এমপি দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলিম উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, সহ-সভাপতি তরিকুল হক চৌধুরী, যুবলীগ নেতা মোফাক্কর হোসেন চৌধুরী প্রমূখ।