শ্রীবরদীতে কৃষকদের সার ও বীজ বিতরণ
রোম্মান আরা পারভীন রুমী: শ্রীবরদীতে বন্যা ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত ২৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ১৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত সার ও বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষক ফজলুল হক ছানির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.এফ.এম মোবারক আলী, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, রাণীশিমূল ইউপি চেয়ারম্যান আবু সামা কবীর, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান বাবুলসহ ওয়ার্ড পর্যায়ের কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। উপজেলার ১০ টি ইউনিয়নে ১৯৫ জন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি ডিআইপি সার, ১০ কেজি পটাশ, বোর ধান বীজ ৫ কেজি করে ৫৫ জন কৃষককে ও গম ২০ কেজি করে ৪০ জন, ভুট্টা ৪ কেজি করে ৫৫ জন ও সরিষা ১ কেজি করে ৪৫ জন কৃষকদের মাঝে শ্রীবরদী কৃষি অফিস কর্তৃক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।