জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি পরিবর্তন
জামায়াতের ডাকা হরতালের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ২ নভেম্বরের বাংলা ১ম পত্রের পরীক্ষা হবে আগামি ৭ ই নভেম্বর এবং ৩ নভেম্বরের বাংলা ২য় পত্রের পরীক্ষা হবে আগামি ১৪ ই নভেম্বর।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান তার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
২ অক্টোবর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল। এই পরীক্ষা এখন ৭ অক্টোবর সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত নেয়া হবে।
এছাড়া ৩ অক্টোবরের জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ওই দিন জেএসসির বাংলা দ্বিতীয় পত্র (৫০ নম্বর) পরীক্ষাটি সকাল নয়টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। অন্য পরীক্ষাটি নয়টা থেকে ১২টা পর্যন্ত চলবে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে বৃহস্পতি, রোববার ও সোমবার হরতাল ডেকেছে দলটি।