ইউনুস খানের টানা তৃতীয় সেঞ্চুরি

196753_0অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই টেস্টের দু’ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর আবুধাবি টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেলেন পাকিস্তানের গ্রেট টেস্ট ক্রিকেটার ইউনুস খান। পাকিস্তানের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি। ইউনুস খানের সেঞ্চুরির সংখ্যা এখন ২৭টি। ইউনুসের পরে রয়েছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক (২৫টি সেঞ্চুরি) আর সাবেক তারকা মোহাম্মদ ইউসুফের (২৪টি সেঞ্চুরি) রেকর্ড।

শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষ সেশনের খেলা চলছে। ৮২ ওভার ব্যাট করে পাকিস্তান সংগ্রহ ২ উইকেটে ২৮০ রান। ইউনুস খান ১০৯ ও আজহার আলি ৮২ রানে অপরাজিত আছেন।

পাকিস্তান ইনিংসের গোড়াপত্তন করতে নামা মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদের ওপেনিং জুটি থেকে আসে ৫৭ রান। শেহজাদ ৩৫ রান করে স্পিনার লায়নের শিকারে পরিনত হন। এর পর দলীয় ৯৬ রানে হাফিজের উইকেট নেন মিশেল জনসন। সাজঘরে ফেরার আগে হাফিজ করেন ৪৫ রান।

উল্লেখ্য, প্রথম টেস্ট জিতে নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে পাকিস্তান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend