খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল

Bangladesh-Vs-Zimbabwe_5দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন খুলনায়। বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে দুই দল যশোরের উদ্দেশে বিমানে চাপে। যশোর থেকে বাসযোগে দুই দলই খুলনা ‘হোটেল সিটি ইন’-এ উঠেছে। আগামী ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

যশোর হতে রাত ৮টায় খুলনা এসে পৌঁছালে বিসিবির পরিচালক শেখ সোহেল তাদের স্বাগত জানান।

এদিকে খুলনায় দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে নগরীতে সাজসাজ রব। স্টেডিয়ামে যাওয়া-আসার পথে লাইটিং, নতুন রং এবং রঙিন পতাকা টানানো হয়েছে। শেখ আবু নাসের স্টেডিয়ামকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। বিসিবির পরিচালক শেখ সোহেলকে স্বাগত জানিয়ে নগরজুড়ে প্যানা সাইন লাগানো হয়েছে।

শেখ সোহেল দ্য রিপোর্টকে জানিয়েছেন, ‘টেস্ট খেলা উপলক্ষে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তিনি খুলনা ভেন্যুকে বাংলাদেশের দলের জন্য লাকি ভেন্যু হিসেবে আখ্যা দেন।

উল্লেখ্য, শুক্রবার দুই দলেরই অনুশীলনের সিডিউল রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend