বর্ধমান বিস্ফোরণের তদন্তে বাংলাদেশে আসতে পারে ভারতের গোয়েন্দারা

nia-mচলতি মাসের শুরুতে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরনের ঘটনায় বাংলাদেশের জঙ্গি গোষ্ঠি জেএমবির সম্পৃক্ততার কথা নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে তদন্ত করার জন্য ভারতের একটি তদন্ত দল বাংলাদেশ সফর করতে পারে বলে জানা গেছে।

এদিকে এই বিস্ফোরনের ঘটনায় আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ নিশ্চিত হয়েছে যে, এই বিস্ফোরনের জন্য বাংলাদেশে থেকে মোট চার দফায় ১২০ টি বোমা ভারতে পাচার করা হয়েছিলো।

এই ঘটনার খঁটিনাটি বিশ্লেষন করে গোয়েন্দারা ‘আজ হোক অথবা কাল’ বাংলাদেশ সফরের গুরুত্ব উপলব্ধি করছেন।

এছাড়া ঢাকার সেগুনবাগিচা থেকে আটক জেএমবির দুজন কর্মী আসিফ আদনান এবং ফজলে এলাহী তানজিলের পুলিশি জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট বাংলাদেশ সরকারের কাছ থেকে চেয়েছে ভারত।

সূত্রগুলো জানাচ্ছে, নরেন্দ্র মোদি সরকার প্রতিবেশীদের কাছে এটা একদম পরিষ্কার করতে চায় যে, ভারতে বসে প্রতিবেশীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ভারত হতে দেবেনা। এ জন্য যত দ্রুত সম্ভব এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষ করতে চায় ভারত।

সূত্র: এনডিটিভি, ডেকান ক্রনিকল

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend