জামায়াতের হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক কয়েকশ’
সকালের দিকে মিরপুরে মনিপুর এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান জানান, ওই ছাত্রাবাসের শিবির কর্মীরা হরতালে নাশকতা চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। সকাল সাড়ে ৯টার দিকে দারুস সালাম এলাকা থেকে মিছিল বের করার চেষ্টাকালে ছয় শিবির কর্মীকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া উত্তরা থেকে পাঁচজন ও লালবাগ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলের দিকে হাজারীবাগ এলাকায় একটি বাড়ির সামনে থেকে আটটি ককটেল উদ্ধার করেছে র্যাব-২।
পরে অবিস্ফোরিত ককটেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয় র্যাব। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি র্যাব।
বৃহস্পতিবার হরতাল চলাকালে কদমতলী থানার শ্যামপুর এলাকায় বোরাক পরিবহণের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির কর্মীরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কেউ হতাহত বা গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগকারীদের ধরতে অভিযান চলছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে বেশ কয়েকটি বাস ও ট্রাক ভাঙচুর করা হয়েছে।