পার্বতীপুরে বাবার সঙ্গে ঝগড়া করে ছেলের আত্মহত্যা
পার্বতীপুরে বাবার সঙ্গে ঝগড়া করে পুত্র শোবার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের ইসলামপুর কালিবাড়ি মহল্লায়।
পারিবারিক সূত্রে বলা হয়েছে, বাস ড্রাইভার আকরাম কালুর সঙ্গে তাঁর ছেলে ইমরান হোসেনের (২২) ঝগড়া হয় সকালের দিকে। এ ঘটনার জের ধরে ইমরানের স্ত্রী ২ সন্তানের জননী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই শিশু সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়। এলাকাবাসী সূত্রে বলা হয়েছে, বাবা ও ছেলে উভয়ে মাদকাসক্ত। ছেলে কোন কাজকর্ম না করায় প্রায়ই পিতা পুত্রের মধ্যে ঝগড়া হয়ে থাকে। তবে এলাকার একটি পৃথক সূত্রে বলা হয়েছে পিতা পুত্রের মধ্যে ঝগড়া বিবাদের কারণে এঘটনা সংঘটিত হয়নি। সূত্রটি আশংকা করছে, বাড়ির জায়গা নিয়ে মহল্লায় বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। তারই জের ধরে যুবকটিকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের বাঁশের সাথে টাঙ্গিয়ে রাখা হতে পারে।
এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে মরদেহটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।