সিরাজগঞ্জে থানা জামায়াতের আমিরসহ পাঁচ শিবির নেতা আটক
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে থানা জামায়াতের সাবেক আমিরসহ পাঁচজন জামায়াত-শিবিরের নেতাকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেটসহ সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, কাজিপুর উপজেলা মেঘাই গ্রামের বাসিন্দা ও থানা জামায়াতের আমির মো. কামরুজ্জামান, সোনামুখি গ্রামের শিবির নেতা লিয়াকত আলী, চরভানুডাঙ্গা গ্রামের আল মামুন, রৌহাবাড়ি গ্রামের শরিফুল এবং তার ভাই শাহীন আলম।
কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার বিকেলে সোনামুখী ফাজিল সিনিয়র মাদ্রাসায় অর্ধশতাধিক জামায়াতের নেতা-কর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে বাকিরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা হয়েছে।