ঈমান রক্ষায় একাত্তরের মতো আরেকটি যুদ্ধ করার আহ্বান : চরমোনাই পীর
ঈমান ও ইসলাম রক্ষা করার জন্য একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মতো আরেকটি যুদ্ধ করার আহ্বান করলেন আমিরুল মুজাহিদ্বীন হজরত মাওলানা মুফতি সৈয়দ মো.. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
পীর সাহেব আজ বৃহস্পতিবার রাত ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসদর উত্তর বাজারে মুরীদানদের উদ্দেশে এ আহ্বান জানান। তিনি আরো জানান, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ধর্মকে বিকৃত করে আজ কিছু লোক জাতিকে বিভ্রান্ত করছে। এদের হাত থেকে ঈমান ও ইসলামকে রক্ষা করতে হবে। এ জন্য প্রয়োজনে ঘরে ঘরে রাসুল (স.)-এর সৈনিক তৈরি করতে হবে।
অালহাজ হজরত মাওলানা মো. নুরুন্নবীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মো. আলমগীর, মাওলানা মো. খবিরুল ইসলাম, মাওলানা মো. তাজুল ইসলা, মাওলানা মো. আব্দুল্ল্যাহ, মাওলানা নুরুল করিম বেলালী, মাওলানা অধ্যক্ষ নুরুল কবির ও মাওলানা মো. নুরুল মোস্তফা ।
উপস্থিত ছিলেন, হাজি সিরাজদ্দৌলা, এমলাক পাটোয়ারী, মো. শাহজাহান ভূইয়া, ইঞ্জি. রফিকুল ইসলাম, সুলতান ইসলাম ভূইয়া ও সার্জেন্ট (অব.) আবুল হাসেম প্রমুখ।