বুধ ও বৃহস্পতিবারও হরতাল দিতে পারে জামায়াত

mir kasem_0_0আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর জামায়াতের ডাকা ৭২ ঘন্টার হরতাল না হতেই নতুন করে আবারো হরতালে কথা ভাবছে দলটি। আগামি রোববার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর রায় ঘোষনা করা হবে। এ রায় বিপক্ষে গেলে আগামী বুধ(৫ নভেম্বর) ও বৃহস্পতিবারও(৬ নভেম্বর) হরতাল দেবে জামায়াত।

বৃহস্পতিবার দুপুরেই দলের নীতিনির্ধারণী ফোরামের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। রোববার মীর কাশেম আলীর রায় নিজেদের মতো না হলে ওই দিনই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের ঘোষণা দেবে জামায়াত।

সূত্র জানায়, দলের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে দুই দফায় ডাকা ৭২ ঘণ্টা হরতালের সঙ্গে মিলিয়ে আগামী মঙ্গলবার ভোর ৬ টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত ফের টানা ৭২ ঘণ্টা হরতাল দিতে চেয়েছিল জামায়াত।

কিন্ত মঙ্গলবার পবিত্র আশুরা পড়ে যাওয়ায় ওই দিন ফাঁকা রেখে বুধবার(৫ নভেম্বর ভোর ৬টা থেকে শুক্রবার(৭ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend