অব্যাহত লোকসানে বন্ধ হয়ে গেলো সাপ্তাহিক ২০০০
অব্যাহত লোকসানের কারনে অবশেষে সাপ্তাহিক ২০০০ পত্রিকাটি বন্ধের ঘোষনা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ ১৭ বছর পর বন্ধ হয়ে গেল অন্যতম পত্রিকা সাপ্তাহিক ২০০০। পত্রিকাটির একটি সংখ্যা প্রকাশিক হয়েছে। ধরা হচ্ছে এটাই এই পত্রিকার শেষ প্রকাশনা।
মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে ২৯ অক্টোবর বিকেলে সম্পাদক মইনুল আহসান সাবের সাপ্তাহিক ২০০০ বন্ধের ঘোষণা দেন।
জানা যায়, ট্রান্সকম কর্তৃপক্ষ কয়েকমাস আগে থেকেই প্রকাশনাটি বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে তা সাপ্তাহিক ২০০০ এর সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের জানায়নি। অবশেষে বৃহস্পতিবার ১৬ বছর আগে যাত্রা শুরু হওয়া এ সাপ্তাহিকটির প্রকাশক ম্যাগাজিনটি বন্ধের ঘোষণা দেন।
সাপ্তাহিকটির সঙ্গে দীর্ঘদিন জড়িত একজন সাংবাদিক বলেন, কর্তৃপক্ষের হঠাৎ বন্ধের ঘোষণায় সাপ্তাহিকটির প্রায় সকল সাংবাদিক-কর্মচারী এখন বেকার হয়ে পড়েছে। কর্তৃপক্ষ চাইলে মাসখানেক আগে তাদের সিদ্ধান্তের বিষয়টি আমাদের জানাতে পারতো। তবে কর্তৃপক্ষ সকলের প্রাপ্য বেতন দিয়ে দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে এর সাংবাদিকরা জানিয়েছেন।