বঙ্গোপসাগরে অনুপ্রবেশে অভিযোগে আটক ২৮ ভারতীয়

indian_fisharবাংলাদেশের সমুদ্রসীমার ভেতরে অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগর থেকে ২৮ ভারতীয়কে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দর থেকে প্রায় ৯৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এক নম্বর বয়া এলাকা থেকে নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। তবে তাদের নামপরিচয় জানাতে পারেনি নৌবাহিনী।

শুক্রবার দুপুর তিনটায় মংলা থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বলেন, আটকদের দুপুরের দিকে মংলার দিগরাজ নৌ ঘাটিতে আনা হয়েছে। তাদের মংলা থানা পুলিশের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

এনিয়ে ১৫ অক্টোবর থেকে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশের করে মাছ ধরার সময় ৯২ ভারতীয় এবং ২০ শ্রীলঙ্কান জেলেকে আটক করলো বাংলাদেশ নৌবাহিনী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend