আমার দেশ কার্যালয় পুড়ে ছাই

image_145821.agunরাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডে দৈনিক আমার দেশের কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে। আজ ওই কার্যালয়ের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার কাজ চলছিল। এরমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আরটিভি এবং ১টার দিকে এনটিভির সম্প্রচার বন্ধ হয়। এগারোতলায় ছিল দৈনিক আমার দেশ কার্যালয়। ওই পত্রিকাটির স্টোর রুমেই আগুনের সূত্রপাত হয়। আগুনে পত্রিকাটির অফিস আসবাব, কম্পিউটার, সার্ভার স্টেশন ও রক্ষিত পত্রিকা পুড়ে যায় বলে জানিয়েছেন নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। ক্ষতিগ্রস্ত আমার দেশ কার্যালয় ঘুরে দেখা গেছে কার্যালয়ে থাকা সব কিছু পুড়ে গেছে। অক্ষত বলতে কিছু নেই। আগুনে পুড়ে উপরের সিলিং নিচে পড়ে গেছে। কাগজপত্র, ফাইল, কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে।

আমার দেশের অফিস সহকারী আব্বাস আলী জানান, অফিস পরিবর্তনের জন্য সকাল থেকে আমরা কাজ করছিলাম। কয়েকটি এসি নামিয়েছিলাম। এরমধ্যেই স্টোর রুমে আগুন দেখতে পাই। ওই কক্ষের তত্ত্বাবধায়ক বাইরে থাকায় তাকে ডেকে এনে তালা খোলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে ১১ তলা ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ২০টি ইউনিট নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend