ঝিনাইগাতিতে জাতীয় যুব ও সমবায় দিবস পালিত
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ১ নভেম্বর শনিবার সকালে পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় ৪৩ তম জাতীয় সমবায় ও যুব দিবস পালন করা । জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে স্থানী পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রহিমের স্বাগতিক বক্তব্যের পর “আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আবু সাঈদ, জাগরণ মহিলা সমবায় সমিতির সেক্রেটারী রুমানা শিবলী প্রমূখ। আলোচনা সভা শেষে ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, উত্তরণ কো-অপারেটিভ ও নব যাত্রা সমবায় সহ আরো দুটি সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক ভাবে সহযোগী করেন উপজেলা সমবায়ের সহকারী পরিদর্শক মুসফিকুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক আলিমুল আজিম।
অন্যদিকে “লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে সিএস তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি র্যালী শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্তরের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাইরুল আলম (িসএস) এর সঞ্চালনা উক্ত আলোচনা সভায় সিএস একেএম সরাফত আলীর স্বাগতিক বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, আব্দুছ ছাত্তার ও মহিলা নেতৃ আয়েশা সিদ্দিকী রুপালী। পরে বিভিন্ন যুবক যুবতিদের মাঝে সনদ বিতরণ করা হয়।