রেলমন্ত্রীর মধুচন্দ্রিমা হতে পারে দুবাই অথবা মালদ্বীপে
দাম্পত্যজীবনে নববধূ রিক্তার প্রেমে জীবন সিক্ত রেলমন্ত্রীর। দেখতে দেখতে ৬৭টি বসন্ত তারুণ্য ধরে রেখে অবশেষে মধুচন্দ্রিমার দেখা মিলেছে রেলমন্ত্রীর। তার ভাষ্য মতে, ২৭ বছরে আটকে আছেন তিনি। এবার মধু চন্দ্রিমার পালা। রেলমন্ত্রী কোথায় করবেন মধু চন্দ্রিমা?
বিয়ের এক মাস আগে মন্ত্রী বলেছিলেন, রেল ভ্রমণ করেই সারবেন হানিমুন। তবে মন্ত্রীর আগের কথা যে থাকছে না তার আভাস পাওয়া যাচ্ছে। মধু চন্দ্রিমায় রেলমন্ত্রী এবং নব নববধূ হনুফা আক্তার রিক্তা যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা মালদ্বীপ।
নব নববধূ হনুফা আক্তার রিক্তার বড় ভাই আলাউদ্দিন মুন্সী বলছেন, তার বোন-জামাইয়ের মধুচন্দ্রিমা হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা মালদ্বীপে। শুক্রবার বিকালে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেন, আমি নিজে ব্যবসা করি মালদ্বীপে, আমার হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা রয়েছে। নতুন জামাই ইচ্ছা করলে সেখানে হানিমুনে যেতে পারেন।