এ সপ্তাহে হতে পারে কামারুজ্জামানের আপিলের রায়

kamruzzamanচলতি সপ্তাহেই হতে পারে জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায় বলে জানা গেছে।

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল গণমাধ্যমকে বলেন, কামারুজ্জামানের আপিলের রায় যেদিন ঘোষণা করা হবে, এর আগের দিন তা আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। তখন সবাই জানতে পারবে।

ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ওই আপিলের শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ ছাড়া দুটি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চারটি মামলায় রায় অপেক্ষমাণ রয়েছে।

গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ মীর কাসেমের বিরুদ্ধে মামলার রায় রোববার ঘোষণার দিন ধার্য করেন। এ জন্য ওই দিন সকালে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গতকাল দুপুরে তাঁকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। গত ১ এপ্রিল তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend