ইবোলা ভাইরাসকে জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে আইএসআইএল
স্পেন সরকার আশঙ্কা করছেন ইবোলা ভাইরাসকে জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। এ আশঙ্কা প্রকাশ করেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী ফ্রান্সিসকো মার্টিনেজ।
ফ্রান্সিসকো মার্টিনেজ জানান, অনলাইন চ্যাট রুমগুলোতে নজর রাখা হয়েছে এবং চ্যাট রুমগুলোতে জঙ্গি গোষ্ঠীগুলো এ ধরনের হামলার বিষয়ে মতবিনিময় করেছে। ইন্টারনেট এখন যুদ্ধক্ষেত্রের সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে। তিনি বলেন, জঙ্গিরা এবোলা ভাইরাসকে পাশ্চাত্যের দেশগুলোর বিরুদ্ধে ব্যবহারের কথা ভাবছে।
বিশ্বের মুসলমানদের মাঝে সংঘাত উস্কে দিয়ে ফায়দা লুটার জন্য উগ্র তাকফিরিদের দিয়ে পাশ্চাত্যই আইএসআইএল গঠন করেছে বলে বিভিন্ন সূত্রে খবর এসেছে। কিন্তু সেই আইএসআইএল এক পর্যায়ে আমেরিকা তথা পাশ্চাত্যের জন্যও হুমকি সৃষ্টি করবে বলে ইরানসহ বিভিন্ন দেশ বলে আসছিল।