মীর কাশেম আলীর রায় আজ
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার।
গত বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৪ মে থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ। এটি হবে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১১তম মামলার রায়। এর আগে মানবতাবিরোধী অপরাধের ১০টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।
শুনানিতে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে মীর কাসেমের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। তবে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে অভিযুক্তের খালাস চেয়েছে আসামিপক্ষ। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর ১৪টি অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১ এ মীর কাসেমের বিচার শুরু হয়। পরে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়। ২০১২ সালের ১৭ জুন ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করা হয় মীর কাসেম আলীকে।
সর্বশেষ বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে জামায়াত ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়। আজ রোববার ভোর ছয়টা থেকে এই হরতালের দ্বিতীয় দফা শুরু হয়ে শেষ হবে মঙ্গলবার ভোর ছয়টায়।