চট্টগ্রামে গণজাগরণের মিছিলে বোমা, আহত ১
মানবতাবিরোধী অপরাধে মীর কাসেমের ফাঁসির রায়ের পর রোববার দুপুরে চটগ্রামের সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে আলবদর বাহিনীর প্রধান মীর কাসেমের ফাঁসির রায়ের পর গণজারগরণ মঞ্চের শহীদ মিনারমুখী মিছিলে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন একজন। চট্টগ্রামে গণজাগরণের মিছিলে আহত রিকশাচালক মো. রফিককে (৬০) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রামের খুলশি থানার ফয়েস লেক এলাকায় থাকতেন। তার বাড়ি ঢাকার মানিকনগরে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, রোববার মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ের পর গণজাগরণ মঞ্চ একটি মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনারে যাওয়ার পথে দুপুর দেড়টার দিকে ‘সিনেমা প্যালেস’ এলাকায় এ ঘটনা ঘটে।