সোমবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

Bangladesh-Vs-Zimbabweসোমবার সকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হচ্ছে বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৯.৩০ এ ম্যাচটি শুরু হবে। ঢাকায় উত্তাপ ছড়ানো প্রথম টেস্টে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে মুশফিকুর রহিমের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার শুরু হওয়া দ্বিতীয় টেস্ট যখন মাঠে গড়াবে তখন মুশফিকুর রহিম এবং হাবিবুল বাশার একই কাতারে অবস্থান করবেন। বাংলাদেশের এই দুই অধিনায়ক ১৮টি করে টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন (জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টসহ)।

বাশারকে সোমবারই ছুঁয়ে ফেলবেন তিনি। রোববার সকাল থেকেই দাঁতে দাঁত চেপে অনুশীলন করেছেন মুশফিকরা। আর অনুশীলন পর্ব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক মুশফিক।

খুলনায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেই সিরিজ নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমরা এখানেই সিরিজ জিততে চাই। যে পরিকল্পনা করেছি তা যথাযথ ভাবে বাস্তবায়ন করতে চাই।’

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০তম। তবে জিম্বাবুয়ে যখন বেশ কিছুদিন নিজেদের টেস্ট খেলা থেকে বিরত রেখেছিল তখনই শুধু র‌্যাঙ্কিংয়ের ৯-এ উঠেছিল বাংলাদেশ। এবার সুযোগ থাকছে জিম্বাবুয়েকে টপকে র‌্যাঙ্কিংয়ের উপরে ওঠার। এই বিষয়ে মুশফিকুর রহিম বলেছেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। প্রতিটা ম্যাচ জয়ের জন্যই খেলব। প্রথম টেস্ট আমরা জিতেছি। দ্বিতীয় টেস্টেও সবাই পারফর্ম করার জন্য মুখিয়ে আছে। বোলিং-ফিল্ডিং-ব্যাটিং ৩টা বিভাগে আমরা যেন ভাল করতে পারি সেভাবেই কাজ করছি। আমার মনে হয়, আমরা যদি এই ৩টা বিভাগে ভাল করি তবে রেজাল্ট আসবে। আর রেজাল্ট আসলে র‌্যাঙ্কিংয়ে অবশ্যই উন্নতি সম্ভব।’

দলে কোনো পরির্বতন হচ্ছে কিনা এ ব্যাপারে মুশফিক বলেছেন, ‘খুব বেশি পরিবর্তন যে হবে তা নয়। কাল টস অবধি দেখব। আমাদের টিম কম্বিনেশন অনেক ভাল। যদিও প্রথম টেস্টে অনেকে পারফর্ম করতে পারেনি। তারা যদি সুযোগ পায় তবে এই টেস্টে ভাল করবে।’

দ্বিতীয় টেস্টে খেলতে পারেন এনামুল হক বিজয়। পরিষ্কার করে কিছু না বললেও এই ব্যাপারে তিনি বলেছেন, ‘বিজয়ের খেলার সুযোগ আছে। কারণ শেষ টেস্টেই বলেছিলাম আরেকটা ব্যাটসম্যান খেললে ভাল হয়। আশা করছি সে খেলবে। সে যদি খেলে তাহলে মিডল অর্ডারেই খেলবে। ওপেনিংয়ে জুটি ঠিক আছে। আশা করি, তামিম ও শামসুর রহমান এই টেস্টে ভাল খেলবে। শেষ টেস্টে খারাপ করেছে কিন্তু তারা বেশ ফর্মে রয়েছে। ওটা নিয়ে শঙ্কিত নই। আর বিজয় যদি সুযোগ পায় তাহলে সেও ভাল খেলার চেষ্টা করবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend