ভারত-পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণ, নিহত ৪৫ আহত ৭০
ভারত পাকিস্তানের লাহোর সীমান্তের নিকট বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন এবং আহত হয়েছে ৭০ জনের ও বেশী। ধারনা করা হচ্ছে এটি ছিল আত্মঘাতী বোমা বিস্ফোরণ।
পাঞ্জাব প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন এই বিস্ফোরণে সীমান্তরক্ষী বাহিনীর তিন জন সদস্যও নিহত হয়েছেন।
দুই দেশের বিখ্যাত ওয়াগা ক্রসিংয়ের নিকট পাকিস্তান সীমান্তের মধ্যে বিস্ফোণটি সংঘঠিত হয়।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে আহতদের ১৫ জনের অবস্থা আশংখাজনক।
পুলিশ আরো জানিয়েছে সীমান্তে ভারত পাকিস্তান পতাকা বৈঠকের পরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ সময় নিরাপত্তা কর্মীরা একটু অসতর্ক ছিল।
লাহোরের বিবিসির এক সংবাদকর্মী জানিয়েছেন ক্রসিং পয়েন্টের ৫০০ মিটার দূরে আক্রমনকারী এ বিস্ফোরণের ঘটনা ঘটায়।
অপর এক প্রতক্ষ্যদর্শী গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তিনি অফিসে অবস্থানকালে বিস্ফোরণের শব্দ শুনতে পান।
সূত্র: বিবিসি