কামারুজ্জামানের রায় দ্রুতই কার্যকর হবে: হানিফ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় দ্রুতই কার্যকর হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আপিল বিভাগ বহাল রাখায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার রাজধানীর কাওরান বাজার টিসিবি ভবনে নিজ রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে তিনি একথা বলেন।
হানিফ বলেছেন, আদালত সম্পূর্ণ স্বাধীন। তারা আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করছেন। আশা করছি খুব দ্রুতই এ রায় কার্যকর হবে। যত দ্রুত রায় কার্যকর হবে মানুষ তত খুশি হবে। এ রায় কার্যকর করতে সময় বেশি লাগবে, এটা আমি মনে করি না।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট বেঞ্চ আজ সোমবার সকাল নয়টা ১৫ মিনিটে এই রায় প্রদান করেন। রায়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।