রাজধানীতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে জামায়াত-শিবিরের ভাঙচুর
জামায়াত-শিবিরকর্মীরা রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে ভাঙচুর চালিয়েছে। মিছিল থেকে তারা একটি পিকআপ ভ্যান ও একটি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
সোমবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করলে স্থানীয়রা মিছিলটিকে সরকার দলীয় হরতাল বিরোধী মিছিল মনে করে। পরে আচমকা ভাঙচুর চালানোয় লোকজন বুঝেতে পেরে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। মিছিলে ১৫-২০ জন শিবিরকর্মী ছিল বলে জানাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সোমবার জামায়াতের দুই দফায় ডাকা ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন চলছে। অপরদিকে এদিন মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল মামলার রায়েও ফাঁসি বহাল থেকেছে। ৭২ ঘণ্টা হরতাল আগেই ডেকেছিল মানবতা বিরোধী অপরা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ায়।