জনগণের সেবক হয়ে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের : শেরপুরে হুইপ আতিক
জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। সেইসাথে জনগণের সেবা নিশ্চিত করতে তাদেরকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার বিষয়টিও মনে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এমনটাই শিক্ষা দিচ্ছে। তিনি ৩ নভেম্বর সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের উপস্থিতিতে পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জহুরা খানম প্রমুখ।