বগুড়ায় আ.লীগ-জামায়াত সংঘর্ষে আহত ৫
জেলার আদমদীঘিতে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
ওই ঘটনায় সোমবার বিকেলে ১৬৯ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় জেল হত্যা দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের শোক র্যালি জামায়াত অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় উভয় দলের কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই দলের কর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হন।
আওয়ামী লীগের দাবি, জামায়াত-শিবিরের হামলায় তাদের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন- আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগকর্মী মোজাম হোসেন মোজা ও সৌভাগ্য হাওলাদার। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে, জামায়াতের বগুড়া জেলা শাখার সহকারী সেক্রেটারি মোফাজ্জল হক জানান, আওয়ামী লীগের হামলায় তাদের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- হুমায়ন কবির (৪৫) ও মিজানুর রহমান (৩৫)।
সংঘর্ষের পর আওয়ামী লীগের কর্মীরা জামায়াতের অফিস ঘেরাও করে রাখে। খবর পেয়ে হরতালের টহলে থাকা বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা সরে যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
হরতালবিরোধীদের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।