কামারুজ্জামানের ফাঁসির আদেশের প্রতিক্রিয়ায় পাকিস্তানী গণমাধ্যম শহীদদের সংখ্যা নিয়ে ফের তথ্যভ্রান্তি

Parverted-Pakistanবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে ফের তথ্যভ্রান্তি ছড়িয়েছে পাকিস্তানের আরেকটি প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ডন’র পর এই সংবাদমাধ্যমটি সোমবার এক প্রতিবেদনে লিখেছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে নিহতের সংখ্যা মাত্র ৩ থেকে ৫ লাখ!
‘নিরপেক্ষ গবেষকদের’ বরাত দিয়ে এই পরিসংখ্যান দিয়েছে সংবাদমাধ্যমটি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের বিচারের চূড়ান্ত রায় নিয়ে তৈরি ওই প্রতিবেদনের শেষ বাক্যে এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্যভ্রান্তি ঘটিয়েছে।
“বাংলাদেশ কোর্ট আপহোল্ডস টপ জামায়াত লিডার’স ডেথ সেনটেন্স” শীর্ষক ওই প্রতিবেদনে গণমাধ্যমটি লিখেছে, ‘নিরপেক্ষ গবেষকদের অনুমান, ১৯৭১ সালের যুদ্ধে ৩ লাখ থেকে ৫ লাখ মানুষ মারা গিয়েছিল।’
শুধু এদিন নয়, ২ নভেম্বর আরেক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন ঠিক একই তথ্য উপস্থাপন করেছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend