আইনজীবী তাজুল ইসলাম ন্যায় বিচার পাননি কামারুজ্জামান

tajul‘সর্বোচ্চ আদালতের আপিলে কামারুজ্জামান ন্যায় বিচার পাননি। আমাদের জন্য এর চেয়ে বেদনাহত ও মর্মাহতের ঘটনা আর হতে পারে না।’ আপিলের রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল থাকা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এ কথা বলেছেন।
তাজুল ইসলাম আরও বলেন, আইনজীবী হিসেবে দক্ষতার যতটুকু ছিল তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। রাষ্ট্রপক্ষ বলছে, রিভিউ করার সুযোগ নেই। এটা ভ্রান্ত। কাদের মোল্লার আপিলের রায়ের পর রিভিউ করেছিলাম। এবারও রিভিউ করব।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে কিনা সেটা কামারুজ্জামানের ব্যক্তিগত বিষয়।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে সোমবার ফাঁসির আদেশ দিয়েছে আপিল বিভাগ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গত বছরের ৬ জুন ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। সুপ্রীমকোর্টে আপিল দাখিলের পর এ বছরের ৫ জুন শুনানি শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর তা শেষ হয়। ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।


 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend