৩৫তম বিসিএসে আবেদনকারী ২ লাখ ৪৪ হাজার
প্রথম শ্রেণীর সরকারি চাকরির প্রত্যাশায় ৩৫তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩টি পদের বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। বিসিএসের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী চাকরির জন্য আবেদন করেছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৩ সেপ্টেম্বর সরকারি চাকরি প্রত্যাশীদের কাছে আবেদন চেয়ে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি করে পিএসসি। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা নেওয়া শুরু হয়। ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। ২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল ফি জমা দেওয়ার শেষ সময়।
৩৫তম থেকেই বিসিএস প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষার নম্বর ১০০ থেকে বাড়িয়ে ২০০ করা হয়। পরীক্ষার সময়ও এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়।