জামালপুরে অপহৃত আদিবাসী উদ্ধার, আটক ৩
জামালপুরে অপহরণের সাতদিন পর আদিবাসী রবি সাংমাকে (৪২) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উদ্ধার ও আটকের এ ঘটনা ঘটে। রবি সাংমার বাড়ি বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের টিলাপাড়া গ্রামে।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গত ২৫ অক্টোবর ব্যবসার কথা বলে রবি সাংমাকে বকশীগঞ্জ থেকে জামালপুর শহরে ডেকে নেয় অপহরণকারী একটি দল। পরে অপহরণকারীরা রবির পরিবারের নিকট দুই দফায় মুক্তিপণ হিসেবে মোট পাঁচ লাখ টাকা দাবি করে।
এ সময় রবি সাংমার স্ত্রী শেরুলা সাংমা জামালপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে রবি সাংমার অবস্থান নিশ্চিত করে। তারপর মেলান্দহ উপজেলার মাহামুদপুর গ্রামে অভিযান চালিয়ে অনিকের বাড়ি থেকে রবি সাংমাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকাজ তৎপরতা চলার সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনিক, সামাদ ও দুলাল কবিরাজকে আটক করে পুলিশ।