চার মাসে ১০৭ গৃহকর্মীর আত্মহত্যা!

index_2গৃহকর্মী নির্যাতনের হার দিন যতো যাচ্ছে, ততোই যেন বেড়ে চলেছে। গত চার মাসে ১০৭ জনের আত্মহত্যা, এরই যেন প্রমাণ বহন করছে।

ডিএমপি ও অন্যান্য তথ্যানুযায়ী, রাজধানীতে গৃহকর্মীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার। প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাজধানীতে প্রতি মাসে যতো আত্মহত্যার ঘটনা (অপমৃত্যু) ঘটে তার বেশির ভাগই করেন গৃহকর্মীরা। গত চার মাসে রাজধানীতে আত্মহত্যার (অপমৃত্যুর) ঘটনা দেড় শতাধিক। এর মধ্যে ১০৭ জনই গৃহকর্মী (জুলাই মাসে ২৪ জন, আগস্ট মাসে ২১ জন, সেপ্টেম্বর মাসে ২৭ জন, অক্টোবর মাসে ৩৫ জন)।

সর্বশেষ গত শুক্রবার মহাখালী এলাকার এক বাসায় আত্মহত্যা করেন সালমা আক্তার (১৭) নামে এক গৃহকর্মী।

সূত্র জানায়, গৃহকর্মী আত্মহত্যার ঘটনায় (অনেক ক্ষেত্রে হত্যার অভিযোগ থাকে) উভয় পক্ষই সিংহভাগ ঘটনায় আপোষ করে। তবে অভিযুক্ত পক্ষ পুলিশকে ‘খুশি’ করে থাকে।

ডিএমডির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, অধিকাংশ ঘটনায় দেখেছেন, পরিস্থিতি শিকার হয়ে গৃহকর্মীরা আত্মহননের পথ বেছে নেয়। এর প্রধান শারীরিক ও যৌন নির্যাতন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend