দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই: শাজাহান খান
দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী ৫ বছর পরেই আগামী নির্বাচন হবে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি এসব বলেন।
দেশে চলমান হরতাল প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, যারা সরকারকে বিনাশ করতে চেয়েছিল, আজ তারাই বিনাশ হয়ে গেছে। কারন মানুষের চিন্তা, চেতনা ও ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছুই করা যায় না। যোদ্ধাপরাধীদের রক্সার ধাবীতে ডাকা হরতালে দেশের জনগন কখনো সমর্থন দিবে না।
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী বেগম জিয়া হেফাজতের আন্দোলনের সময়ও হেফাজতের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কেউ পাশে এসে দাঁড়ায়নি কারন কেউ ঐ দাবির সাথে একমত ছিলেন না।
এ সময় তার উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, সংরক্ষিত মহিলা আসনের এমপি নূরজাহান মুক্তা, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার ও আরো অনেকে।